কুয়াকাটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
শনিবার ● ১৮ মে ২০২৪


কুয়াকাটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটায় দ্বাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুয়াকাটার সিকদার রিসোর্টে এ বৈঠক হয়। সংসদের নির্দিষ্ট কক্ষের বাইরে সরাসরি দুর্যোগপ্রবণ এলাকায় সংসদীয় কমিটির বৈঠক এবারই প্রথম।
বৈঠকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় কমিটির সভাপতি আসম ফিরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), শাহিন আক্তার (কক্সবাজার-৪), মোস্তাক আহমেদ রুহি (নেত্রকোনা-১), মজিবুর রহমান নিক্সন চৌধুরী (ফরিদপুর-৪), সালাহউদ্দিন মাহমুদ (মানিকগঞ্জ-১), আবদুর রশিদ (জামালপুর-৪) ও সংরক্ষিত মহিলা বেগম আশ্রাফুন নেছা এবং  মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী মহিববুর রহমান সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যুসহ জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুর্যোগের কবল থেকে উপকূলের মানুষের জীবন রক্ষায় নতুন করে ২’শ টি সাইক্লোন শেল্টার নির্মাণ এবং  সমুদ্র সৈকত কুয়াকাটার উন্নয়নে প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৩৮ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ