কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বুধবার ● ১৫ মে ২০২৪


কাউখালীতে জেলেদের মাঝে বকরা বাছুর বিতরণ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায়  উপজেলা পরিষদ চত্বর থেকে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অফিস সহকারি রাকিবুল আলম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নিবন্ধিত জেলেদের ভিতরে ৩৭ জেলেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বকনা বাছুর হাতে তুলে দেওয়া হয়।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৬ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ