ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে অহিতকরণ সভা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে অহিতকরণ সভা
মঙ্গলবার ● ৭ মে ২০২৪


ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে অহিতকরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকালে সাড়ে ১১টায় উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের গবাদিপশুর খামারী ও পালনকারিদের নিয়ে আে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম। এতে লাম্পি স্কিন ডিজিজের বিভিন্ন দিক ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নেয়ামত আলী।

এ সময় ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট মো. মোস্তাফিজুর রহমান, কমিউনিটি এঙ্টেনশন এজেন্ট মো. মামুনুর রশিদ, খামারী মো. আব্দুল হামিদ, মো. ইদ্রিস আলী, মো. আতাউর রহমান, মোছা. খুশি আক্তার, রেশমা আক্তার, মঞ্জুর মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।             সভায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভার পাশাশি এ সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য সম্বলিত লিফলেট লিফলেট বিতরণ করা হয়। এ ব্যাপারে প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:৫৭ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ