কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১
শনিবার ● ৪ মে ২০২৪


কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আধারে ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল মাহমুদ (২৮) গুরুত্বর আহত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় মাহাবুব গাজী তার লোকজন নিয়ে জোরপূর্বক ওই ঘেরে মাছ ধরতে যায়। আহত রাসেল মাহমুদ এতে বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুঁপিয়ে মারাত্মক জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়। আহত রাসেল ওই গ্রামের আবুল কালামের ছেলে।

আহতের পিতা আবুল কালাম জানান,ওই জমিতে দীর্ঘবছর ধরে ঘের করে মাছ চাষাবাদ ও ভোগদখল করে আসছি। কয়েকদিন ধরে ঘেরের মাছ চুরির ঘটনা ঘটছিলো। ঘটনার সময় আমার ছেলে ঘের পাহারার জন্য গেলে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর জখম ও রক্তাক্ত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তী করা হয়েছে।
অভিযুক্ত মাহবুব গাজী জানান, এ ঘটনার সাথে আমার কোন সম্প্রীক্ততা নেই। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৩:২০ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ