গোপালগঞ্জে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪


গোপালগঞ্জে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জের পাঁচ উপজেলার সকল প্র্রর্থীদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ  সচ্ছতায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম মতবিনিময় সভায় প্রধান অতিথি ও জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন প্রথম পর্বের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মুহাম্মদ ফায়জুর মোল্লা।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় পর্বের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার গোলাম কবির।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনের আচারণ বিধি মেনে প্রচার প্রচর প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেন।এসময় নির্বাচনে যাতে কোন সহিংসতা, হানাহানি ও অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে ব্যাপারেও উপস্থিত সকলকে সতর্ক করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হক, কাশিয়ানীর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান, কোটালীপাড়ার  উপজেলা  নির্বাহী অফিসার আজিম উদ্দিন, মুকসুদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসিচুর রহমান, কোটালীপাড়ার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানীর  অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান’সহ সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান  পদে প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীরা উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৬:৫৭ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ