কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু
বুধবার ● ১ মে ২০২৪


কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ মে) রাত তিনটায় উপজেলার চম্পাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছে।
কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, অতিরিক্ত গরমের কারনে রাতে গরুগুলো খড়ের বাহিরে বেঁধে রেখেছিলাম। সকালে উঠে দেখি গরুগুলো মৃত পড়ে আছে। ধারনা করছি, রাত তিনটায় বজ্রপাতে গরুগুলো মারা যায়।
চম্পাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল মাস্টার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে অবগত করেছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (দ্বায়িত্বপ্রাপ্ত) ডা. জামাল উদ্দিন জানান, আমার অফিস থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৪ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ