গোপালগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ
বুধবার ● ১ মে ২০২৪


গোপালগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

উৎসাহ উদ্দীপনার সাথে গোপালগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধরণ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বুধবার (১লা মে) সকাল ৯ টায় এ প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষন চলে বিকাল  ৫ টা পর্যন্ত। প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার  ও সহকারী রিটার্নিং অফিসার রাশেদুল  ইসলাম।
সহকারি প্রিজাইডিং অফিসার পদে প্রশিক্ষনার্থী রঘুনাথপুর  দীননাথ উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, সার্বিক নির্বাচনী কার্যক্রমের চূড়ান্ত সাফল্য হল ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট  গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা। সে লক্ষ্যে আজকের এ প্রশিক্ষন অত্যন্ত সুন্দর ও ফলপ্রসু  হয়েছে। উল্লেখ্য, আগামী ৮মে বুধবার গোপালগঞ্জে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৯ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ