কাউখালীতে কোস্টারের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবি

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কোস্টারের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবি
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪


কাউখালীতে কোস্টারের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবিকাউখালীতে কোস্টারের ধাক্কায় বালু বোঝাই বাল্কহেড ডুবি

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে মোংলা গামী এমভি মা-বাবার দোয়া-৫ কোস্টারের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কাউখালীর স্টীমার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। কোস্টারটি আটক করেছে কাউখালী নৌ-পলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা মোংলাগামী এমভি মা বাবার দোয়া-৫ নামের কোস্টার জাহাজটি দুপুর আড়াই টার দিকে গাবখান চ্যানেল পার হয়ে কাউখালী স্টীমারঘাট সংলগ্ন  সন্ধ্যা নদীতে নোঙ্গর করার সময় স্বরূপকাঠি গামী আল্লাহর দান নামের বালু বোঝাই বাল্কহেড এর সাথে প্রচন্ড ধাক্কা লাগে । এতে বালি বোঝাই বাল্কহেডটি  ডুবে যায়। এ সময় বলগেট থাকা ৩ জন স্টাফ নদীতে লাফিয়ে পড়ে পরে তাদেরকে স্থানীয় ট্রলার চালকরা তাদের উদ্ধার করে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে।
কাউখালী নৌ পুলিশের ইনচার্জ আনিচুর রহমান বলেন, কোস্টর জাহাজের ধাক্কায় বালু বোঝাই একটি বাল্কহেড স্টীমার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে ডুবে যায়। এ সময় বলগেট থাকা ৩ জনকে স্থানীয় ট্রলার চালকরা উদ্ধার করেছেন।  এ ঘটনায় অভিযুক্ত কোস্টারকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৯ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ