নেছারাবাদে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪


নেছারাবাদে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নেছারাবাদে কার্ডধারী সুবিধাভোগী ৩২ জন জেলেকে বকনা বাছুর (গরু) প্রদান করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ী জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন ও সম্পাদক শ্যামল হালদার প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৫ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ