আমতলীতে সমিতির টাকা আত্মসাৎ, মাঠকর্মী আটক

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সমিতির টাকা আত্মসাৎ, মাঠকর্মী আটক
বুধবার ● ২৭ মার্চ ২০২৪


আমতলীতে সমিতির টাকা আত্মসাৎ, মাঠকর্মী আটক

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বেসরকারি সংস্থা ফুড ফর হাঙ্গরি (ঋঐ) এনজিও সদস্যদের সঞ্চয়কৃত সোয়া দশ লক্ষ টাকা  সমিতির মাঠকর্মী মনোয়ার হোসেন (৩২) আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মাঠ কমীকে সমিতির সদস‌্যরো পুলিশে সোপর্দ করেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার সোনালী ব‌্যাংকের সামনে বুধবার দুপুরে।

জানাগেছে,  বেসরকারি সংস্থা ফুড ফর হাঙ্গরি (ঋঐ)এর তত্ত্বাবধানে পরিচালিত তা‌লতলী বিবর্তন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতিতে ৭’শ ৬৩ জন সদস্য রয়েছে।  ওই সমিতির প্রত‌্যকে সদস‌্য  সপ্তাহে ২০ টাকা করে সমিতিতে জমা দেন। গত এক যুগে  সমিতিতে ৪০ লক্ষ ৩৮ হাজার ৮২৯ টাকা  সঞ্চয় জমা হয়। ওই সমিতির মাঠকর্মী মনোয়ার হোসেন ওই টাকা আদায় করেন। কিন্তু সমিতির সদস‌্য দের অভিযোগ মাঠকমী মনোয়ার হোসেন সমিতির সোনালী ব‌্যাংকের হিসেবে পুরা জমা  না দিয়ে  নিজে টাকা পকেটাস্থ করেছেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সদস‌্যদের মধ‌্যে কানাঘুসা চলছিল। টের পেয়ে  মাঠকর্মী মনোয়ার ব‌্যাংক থেকে স্টেটমেন্ট তুলে স্থানীয় নয়নের কম্পিউটারের দোকানে জালিয়াতির মাধ‌্যমে নকল স্টেস্টমেন্ট তৈরি করেছে। ওই নকল স্টেস্টমেন্ট সমিতির সদস‌্যদের কাছে জমা দেন।  টের পেয়ে সমিতির সদস‌্যরা বুধবার দুপুরে সোনালী ব‌্যাংকের সামনে থেকে তাকে ধরে পুলিশ সোপর্দ করেছে।
বিবর্তন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি পাখি বেগম বলেন,  প্রায় এক যুগ ধরে মাঠকর্মী মনোয়ার হোসেন আমাদের সদস্যদের থেকে সঞ্চয় বাবদ  ৪০ লক্ষ ৩৮ হাজার ৮২৯ টাকা আদায় করেছেন। যাহার ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে আমাদের কাছে দিয়েছে। মনোয়ারের উপর সন্দেহ হলে ব্যাংকে গিয়ে জানতে পারি আমাদের হিসেবে জমা আছে ৩০ লক্ষ ২১ হাজার ৭৪২ টাকা মাত্র। সদস্যদের বাকি ১০ লক্ষ ১৭ হাজার ৮৭ টাকা মনোয়ার হোসেন আত্মসাৎ করেছেন। পরে তাকে  সমিতির সদস‌্যরা মিলে থানায় সোপর্দ করেছি।

এ বিষয়ে  মনোয়ার হোসেন বলেন, সদস্যদের কাছ থেকে যা আদায় করেছি সেখান থেকে নিজ প্রয়োজনে কিছু টাকা খরচ করেছি। আমার সেটা ভুল হইছে, আমি সেই টাকা সদস্যদের আস্তে আস্তে ফেরত দিয়ে দেব।

তালতলী থানার ওসি মোঃ শহীদুল ইসলাম খান বলেন, মাঠকর্ম ী মনোয়ার হোসেনকে থানার আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব‌্যবস্থা নেয়া হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫২ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ