গৌরনদীতে কালী মন্দিরের চার প্রতিমা ভাংচুর!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে কালী মন্দিরের চার প্রতিমা ভাংচুর!
রবিবার ● ১০ মার্চ ২০২৪


গৌরনদীতে কালী মন্দিরের চার প্রতিমা ভাংচুর!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালৈর গৌরনদীতে সার্বজনিন কালী মন্দিরের কালী, শীতলা, মহাদেব, রামপ্রসাদ নামের ৪টি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা। শনিবার দিবাগত রাত ১০টা থেকে ভোর রাত সাড়ে ৪টার মধ্যে যে কোন সময় উপজেলার খাঞ্জাপুর গ্রামের কাপালীপাড়ার কালী মন্দিরে  এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি গৌতম দত্ত জানান, শনিবার দিবাগত রাতে তালাবদ্ধ মন্দিরের জানালা ভেঙ্গে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা মন্দিরের ভেতর প্রবেশ করে কালী, শীতলা, মহাদেব, রামপ্রসাদ  নামের ৪টি প্রতিমা ভাঙচুর করে।  রোববার সকালে পূজারীরা মন্দিরের জানালা ভাঙা দেখে বিষয়টি তাকে জানান। পরবর্তীতে মন্দিরের ভেতরের প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখতে পান।
গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত বছর ওই নির্জন স্থানে কালী পূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর চৈত্র মাসে কালী পূজা দেওয়ার জন্য ভক্তরা সংস্কার করতে গিয়ে তালাবিহীন মন্দিরে প্রতিমার  মাথা ও হাত  মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি তদন্ত করে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৫:১৮ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ