উত্তাপহীন চরফ্যাশন ও মনপুরা উপজেলা নির্বাচন

প্রথম পাতা » ভোলা » উত্তাপহীন চরফ্যাশন ও মনপুরা উপজেলা নির্বাচন
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

ভোলা সাগরকন্যা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার নির্বাচন আগামী ৩১ মার্চ। দুই উপজেলাই বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ার নির্বাচনে কোন উত্তাপ নেই। ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদিন আখন বিনা ভোটে নির্বাচিত হওয়ায় আরো ঝিমিয়ে পড়েছে নির্বাচন দোড়ঝাপ। চরফ্যাশন উপজেলা দুই জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়ার পর শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত নির্বাচনী আমেজের জোয়ার ভোটারদের মাজে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে। যাচাই-বাচাইতে জাতীয় পাটির চেযারম্যান প্রার্থী বাতিল হওয়া প্রার্থী এবং ভোটারদের মধ্যে নির্বাচনী কোন উত্তাপ নেই। ২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন নিজে প্রত্যাহার করে নিয়েছেন। ৩মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেও দুইজনই প্রত্যাহার করেছেন। তাই প্রার্থীরা ভোটারদের দ্বার দ্বারছেনা কেউ। ফলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আকলিমা ফারুক মিলা বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়। ফলে ভোটারেরা যার যার সুবিধা অথবা সমর্থনের প্রমাণ জানাতে প্রতিদিন দেখা করতে আসছে প্রার্থীর কাছে। প্রত্যন্ত অঞ্চলের অনেকে জানেন না এটা কোন নির্বাচন। দলের একাধিক প্রার্থী হলেও হাই কমেন্ডের সিদ্ধান্তের অপেক্ষা সবাই উপরের দিকে তাকিয়ে রয়েছে। এই উপজেলা দলের চেইন অপ কমেন্ড ঠিক থাকায় ফলের দলের মধ্যে কোন টুংটাং শব্দ নেই। তবে ভোলা ৪ চরফ্যাশন ও মনপুরা উপজেলা এই আসনের এমপি বর্তমান সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরে সভাপতি আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দীর্ঘ ৪৫বছরের মানুষের প্রাণের দাবীগুলো পুরুণ করা জনপ্রিয় হয়ে রয়েছেন। ফলে তাঁর নের্তৃত্ব সমর্থনে প্রার্থীর বিকল্প কোন প্রার্থীই সুধিবা করতে পারছেনা। দল-বিদল নয় সবাই তার সমর্থনের উপর সমর্থন দিচ্ছে। ২বারের নির্বাচনে চরফ্যাশন ও মনপুরা উপজেলার পরিষদের চেয়ার দখল করতে পারিনি বিএনপি। এবারও বিরোধী দল নির্বাচনে না আসা তয় বারের মতো তাদের(আওয়ামী লীগ প্রার্থীদের) আশা পূণ্য হতে চলেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩২ ● ৪৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ