রাজাপুরে গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ!

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ!
বুধবার ● ৬ মার্চ ২০২৪


রাজাপুরে গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ!

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠির রাজাপুরে ডাক দিয়ে যাই এনজিওর ম্যানেজার মোঃ রিয়াজ ও মাঠকর্মী মোঃ সজীবের বিরুদ্ধে ১ লাখ টাকা ঋণে অজুহাতে সঞ্চয়ের নামে জমা নেয়া ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের শামসুল হক খানের ছেলে ইজিবাইক চালক রিপন খান রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, রিপন ও তার স্ত্রী রিপা মিলে যৌথভাবে আবেদন করে ইজিবাইক ক্রয়ের জন্য ১ লাখ টাকা ঋণ উত্তোলনের জন্য ডাক দিয়ে যাই এনজিওর ম্যানেজার মোঃ রিয়াজ ও মাঠকর্মী মোঃ সজীবের কাছে সঞ্চয় বাবদ ১০ হাজার টাকা দেই। কিন্তু দুই সপ্তাহ অতিবাহিত হলেও ঋণ না দিয়ে নানা রকম টালবাহান শুরু করে এবং কোন সঞ্চয়ের টাকা জমা দেয়নি এবং কোন টাকা পাবে না বলে জানায়। এ নিয়ে গ্রাহক রিপনকে গালমন্দ করে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডাক দিয়ে যাই এনজিওর রাজাপুর শাখার ম্যানেজার মোঃ রিয়াজ ও মাঠকর্মী মোঃ সজীব দাবি করে জানান, ২০১৯ সালে রিপনের মায়ের ঋণ খেলাপির টাকা কৌশল করে রিপনের কাছ থেকে কেটে রাখা হয়েছে। তবে রিপনের দাবি, তার মায়ের কাছে কোন টাকা পাওনা ছিল না, পাওনা থাকলে তো অফিস থেকে আদায়ে যেত বা নোটিশ করতো। আর একজনের কাছে পাওনা থাকলেও অন্যজনের কাছ থেকে কিভাবে কেটে রাখে?। রাজাপুর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের বিষয়ে উভয় পক্ষকে ডেকে বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৭ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ