গলাচিপায় নকল সরবারহের দায়ে যুবকের কারাদন্ড

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নকল সরবারহের দায়ে যুবকের কারাদন্ড
রবিবার ● ৩ মার্চ ২০২৪


গলাচিপায় নকল সরবারহের দায়ে যুবকের কারাদন্ডগলাচিপায় নকল সরবারহের দায়ে যুবকের কারাদন্ড

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় এসএসসি (দাখিল)-২০২৪ পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে সন্দেহজনক কাগজসহ মো. রাকিব শরীফকে আটক করা হয়েছে। এ সময় রাকিব শরীফকে দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান ম্যজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে রবিবার বেলা ১২ টায়। মো. রাকিব শরীফ উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামের রিপন শরীফের ছেলে। রাকিবের সাথে সহযোগী হিসেবে খাইরুল নামের ১৪ বছরের অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে গলাচিপা উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেয়া হয়েছে।
জানা গেছে, রবিবার এসএসসি (দাখিল) এ ইংরেজি ১ম পত্র (১৩৬) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নির্দিষ্ট সীমানার মধ্যে সন্দেহজনক কাগজসহ রাকিবকে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা চিরকুটের সাথে ইংরেজি ১ম পত্র (১৩৬) পরীক্ষার ৯নং প্রশ্নের হুবহু মিল খুজে পাওয়া যায়। অভিযুক্ত রাকিবের উদ্দেশ্য ছিল নকল প্রস্তুত করে কেন্দ্রে সরবারহ করা।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪০ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ