গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
রবিবার ● ৩ মার্চ ২০২৪


গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। একইদিন ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয়রা জানায়,   শনিবার বিকালে  উপজেলার খাঞ্জাপুর গ্রামের আবুল কালাম বয়াতির বসত ঘর থেকে আগুন জ¦লতে দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ২০/২৫ ফুট উচ্চতায় উঠে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ও কালকিনি ফায়ার ষ্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌছে ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে আবুল কালাম বয়াতি, গিয়াসউদ্দিন বয়াতি, সিরাজ বয়াতি, ফজলে বয়াতির বসত ঘর ও রান্না ঘর এবং একটি গোয়াল ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৪ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ