গৌরনদীতে অগ্নিকান্ডে ৯ঘর ভস্মীভূত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অগ্নিকান্ডে ৯ঘর ভস্মীভূত
শনিবার ● ২ মার্চ ২০২৪


গৌরনদীতে অগ্নিকান্ডে ৯ঘর ভস্মীভূত„`

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে চারটি বসত ঘর, চারটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামের বড় বয়াতি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  এ অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার হাফিজুর রহমান জানান,  গতকাল শনিবার বিকাল ৫টার দিকে  উপজেলার খাঞ্জাপুর গ্রামের আবুল কালাম বয়াতির বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ২০/২৫ ফুট উচ্চতায় উঠে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার  ষ্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌছে ফায়ারকর্মীরা দেড়ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  এ অগ্নিকান্ডে আবুল কালাম বয়াতি, গিয়াসউদ্দিন  বয়াতি, সিরাজ বয়াতি, ফজলে বয়াতির বসত ঘর ও রান্না ঘর এবং একটি গোয়াল ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।  ওই চারটি বসত ঘরের পিছন ঘোষা চারটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর ছিল বিধায় ওই ঘর গুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে বিশ লক্ষাধিক টাকার সম্পদের  ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার কর্মীরা প্রাথমিক ভাবে ধারনা করছেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:১০ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ