নেছারাবাদে দাখিল পরীক্ষার প্রশ্নোত্তর তৈরীর দায়ে দু’ শিক্ষক আটক!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দাখিল পরীক্ষার প্রশ্নোত্তর তৈরীর দায়ে দু’ শিক্ষক আটক!
বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদে দাখিলের প্রশ্নোত্তর তৈরীর দায়ে দু’ শিক্ষক আটক!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে দাখিল পরীক্ষায় নকলের সহায়তার লক্ষে প্রশ্নের উত্তর তৈরী করার সময় দুই মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। আটককৃতরা হলো উত্তর করফা হানিফিয়া দাখিল মাদ্রাসর সহকারী মৌলভী মো. আকবর হোসেন ও পাটিকেলবাড়ি দরগাহ দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী মো. আব্দুল হান্নান।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)  গনমান সোহাগদল সালেহিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ফিকাহ পরীক্ষা শুরু হলে সহকারী মৌলভী আকবর হোসেন হলে প্রবেশ করে জনৈক ছাত্রীর প্রশ্নপত্র তার মোবাইল ফোনে ছবি তুলে নিয়ে পাশের বাড়ি বসে অপর সহকারী মৌলভী আব্দুল হান্নানকে নিয়ে সমাধান (প্রশ্নের উত্তর) তৈরী করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দুই মাদ্রাসা শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে দেন। পরে কেন্দ্র সচিব মো. মশিউর রহমান বাদী হয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কেন্দ্র সচিব মাওলানা মো. মশিউর রহমান জানান ফিকাহ পরীক্ষায় ওই দুই শিক্ষকের কক্ষ পরিদর্শকের দায়িত্ব ছিলনা। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, ওই শিক্ষকরা নৈতিকতা বিবর্জিত কাজ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:২২ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ