নেছারাবাদের পাটিকেল বাড়ী দরগাহ্ ৪৬তম উরস

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের পাটিকেল বাড়ী দরগাহ্ ৪৬তম উরস
শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদের পাটিকেল বাড়ী দরগাহ্ ৪৬তম উরস

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের ৪৬তম বার্ষিক পবিত্র উরস শরীফ সুন্নী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দরগাহ্ শরীফের মাদ্রাসা প্রাঙ্গনে ফজর বাদ ফাতেহা শরীফ পাঠের মধ্যে দিয়ে শুরু হয়ে কুরআন খতম, হামদ ও নাতে রাসুল, ওয়াজ নসিহত, জিকির, তেলওয়াতে কালেমা পাক, দুরূদ শরীফ পাঠ, মিলাদ-কিয়াম গভীর রাতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।
উরস শরীফ সুন্নী মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন, হাদীসের আলোকে তাফসীর করেন-আলহাজ্ব আল্লামা তাজুল ইসলাম-চাঁদপুরী, এ ছাড়াও উরস শরীফে আরও মূল্যবান আলোচনা করেন আলহাজ্ব মুফতি মাওলানা হাসান সিরাজী, আলহাজ্ব মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা রাজু ইসলাম নেছারাবাদী, পাটিকেলবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।
দরগাহ শরীফের মুতাওয়াল্লী, বিশিষ্ট সমাজসেবক ফকির নাছির উদ্দিন জানান, হযরত ফকির আদু শাহ্ আউলিয়া (রহঃ) ৩শ বছর পূর্বে প্রতিষ্ঠিত দরগাহ্ আজও এর আকীদা পালন করে আসছে। এক পর্যায় দরগাহ্ শরীফের  কার্যক্রম বন্ধ হয়ে যায় পূনরায় ১৯৭৭ সালে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে। এ দরবারের হাজার-হাজার ভক্ত ও  খাদেম আছে যারা উরস শরীফে উপস্থিত হয়। এ দরবার শরীফে দাখিল মাদ্রাসা, মসজিদ, এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমায় দরগাহ শরীফ প্রাঙ্গনে উরস শরীফ অনুষ্ঠিত হয়। মাহফিলে তাফসির শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরন করা হয়।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫০:২০ ● ২৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ