কাউখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক সভা
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীর উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার সকালে সরকারের সাফল্য, উন্নয়ন ভাবনা ও ভিশন-২০৪১ বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সরকারের উন্নয়ন কর্মসূচী তুলে ধরে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রসাশক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহসিন হোসেন তালুকদার, সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার,শিক্ষক বাবুল কৃষ্ণ ঘোষ প্রমূখ।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন: ২০৪১ এর লক্ষ্য অর্জনসমূহ, অটিজিম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে পিরোজপুর জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিগত ১০ বছরের সাফল্যসহ কাউখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ গ্রামীণ জনপদকে শহরে রুপান্তর করেছে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:১৫ ● ৫২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ