নেছারাবাদে পাগলা কুকুরের কামড়ে আহত-১৭

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পাগলা কুকুরের কামড়ে আহত-১৭
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদে পাগলা কুকুরের কামড়ে আহত-১৭

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে নারী শিশু, বৃদ্ধসহ ১৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে। গত বুধবার দুপুরে উপজেলার বালিহারী গ্রামের স্বর্নকার বাড়ীর এলাকায় ১১জন পাগলা কুকুরের কামড়ে আহত হন এবং বৃহস্পতিবার (২২ ফেব্রুরয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে আরও ৬জন আহত হন। নেছারাবাদ হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন। আহতরা হলেন বালিহারী গ্রামের মো. দুলাল (৬০), মো. জাফর (৬৫), ফাহিমা (১৭),সাদমান (২.৫), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮),অনিক (১৩),সাইদুর রহমান (৪৫),সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)। আহতদের মধ্যে ১৩জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন কুকুরের আক্রমনে আহত ব্যাক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। সাম্প্রতিককালে উপজেলা বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বেড়ে চলেছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫১:১৫ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ