বামনায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম পাতা » বরগুনা » বামনায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪


বামনায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা কলেজের প্রতিষ্ঠাতা, বরগুনা হাশেম সূর্য ল কলেজের প্রতিষ্ঠাতা, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার কামাল রবিবার দিবাগত রাতে ঢাকা গ্রীন লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……. রাজিউন। সোমবার সকাল টায় তার প্রতিষ্ঠিত বামনা সরকারী ডিগ্রী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল পাঁচটায় তার হোগলপাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর মুর্তজা আহসান,  বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদিন খান, বামনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করেন।

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৮ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ