গণমাধ্যমের নিয়ন্ত্রণ দুর্নীতিবাজ-জঙ্গীদের হাতে— মোমিন মেহেদী

প্রথম পাতা » রাজনীতি » গণমাধ্যমের নিয়ন্ত্রণ দুর্নীতিবাজ-জঙ্গীদের হাতে— মোমিন মেহেদী
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, অধিকাংশ গণমাধ্যমের নিয়ন্ত্রণ দুর্নীতিবাজ-জঙ্গীদের হাতে থাকায় অপরাধ-দুর্নীতি বাড়ছে। দুর্নীতি থামানোর জন্য যাদের ভূমিকা রাখার কথা, সেই গণমাধ্যমই এখন দুর্নীতিগ্রস্থ-লম্পটগ্রস্থ। এই পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধিকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় মতিঝিলের হোটেল মুক্তিতে অনুষ্ঠিত ‘অভিশপ্ত ডাকসু এবং নতুন প্রজন্মের মতবিনিময়’ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ডা. হাসানুজ্জামান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র মিস্ত্রী, চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৩৯ ● ৪৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ