কাউখালীতে নদীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা!

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে নদীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা!
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪


কাউখালীতে নদীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা!কাউখালীতে নদীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা!

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে নেছারাবাদ উপজেলার রাসেল বেপারি ও কাউখালীর ছোট বিড়ালজুড়ি গ্রামের রাব্বি হাওলাদার নামের দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না এলাকায় অভিযান চালিয়ে সদর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান এ অর্থদণ্ড করেন।
সুত্রে জানাগেছে , সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন ওই ব্যক্তিরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে নদী থেকে বালু উত্তোলনের দায়ে তাঁদেরকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ  টাকা জরিমানা করে  ভ্রাম্যমাণ আদালত


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৩ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ