দু’টি শিপ আনলোডার নিয়ে বন্দরে মাদার ভ্যাসেল!

প্রথম পাতা » পটুয়াখালী » দু’টি শিপ আনলোডার নিয়ে বন্দরে মাদার ভ্যাসেল!
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪


দু’টি শিপ আনলোডার নিয়ে বন্দরে মাদার ভ্যাসেল!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর ১৩২০মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল)’র জন্য দু’টি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি জি সান নামের একটি মাদার ভ্যাসেল।
বৃহস্পতিবার বেলা এগারোটায় চায়নার ইউংডাও বন্দর থেকে এটি বিদ্যুত কেন্দ্রের জেটিতে এসে পৌছায়। বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনডোলার দুটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে আগামী জুনে এ  বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই জাহাজসহ দেশি বিদেশী মোট ২৪০০ টি জাহাজের পন্য খালাসের মধ্য দিয়ে পায়রা বন্দরের মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ১২শ’ কোটি টাকা।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:৪০ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ