আমতলীর অবৈধ ইটভাটা বন্ধে বিক্ষোভ মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » আমতলীর অবৈধ ইটভাটা বন্ধে বিক্ষোভ মানববন্ধন
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪


আমতলীর অবৈধ ইটভাটা বন্ধে বিক্ষোভ মানববন্ধন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলামের মালিকানাধীন এনবিএম অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে এলাকার দুই শধাধিক মানুষ অংশ নেয়। প্রশাসনকে  দ্রুত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে গুলিশাখালীবাসীকে রক্ষার দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটি সংলগ্ন তিনপাশে গ্রাম ও গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পুর্ব গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসহাক মাধ্যমিক বিদ্যালয়  রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘিœত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। গুলিশাখালী ইউনিয়নের পরিবেশের ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় বুধবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ  করেছে। গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভে দুই শতাধিক মানুষ অংশ নেয়। কাঞ্চন আলী ফকিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম বয়াতি, আব্দুস ছত্তার মোল্লা, সামসুল পঞ্চায়েত, আমিনুল ইসলাম, কবির হাওলাদার, নাঈম ইসলাম, আল আমিন ও শাহীন হাওলাদার। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে দ্রুত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে গুলিশাখালী বাসীকে রক্ষার দাবী জানিয়েছেন।
এনবিএম ইটভাটির মালিক জাহানারা ইসলামের স্বামী নুরুল ইসলাম মিয়া বলেন, মানববন্ধন করে যদি ইটভাটা বন্ধ করতে পারে, করবে।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩৩ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ