কলাপাড়ার হাজীপুরে খাওয়ার অনুষ্ঠান থেকে পালিয়ে রক্ষা বরযাত্রীর!

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ার হাজীপুরে খাওয়ার অনুষ্ঠান থেকে পালিয়ে রক্ষা বরযাত্রীর!
সোমবার ● ১১ মার্চ ২০১৯


---


কলাপাড়া সাগরকন্যা অফিস॥ 

বিকেল পেরুচ্ছিল। জনা পঞ্চাশেক অতিথির খাওয়া শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছিল। বরযাত্রীও হাজির। এরই মধ্যে প্রথমে মহিলা অধিদফতরের কর্মকর্তা বাদল চন্দ্র দে সেখানে উপস্থিত হন, পরক্ষণেই পুলিশের দল। বুঝতে আর বাকি নেই, বরযাত্রী গাড়িসহ সটকে পড়ল। খাওয়া-দাওয়া পন্ড হয়ে গেল। অবশেষে মুচলেকা দিলেন কনে অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদার বাবা রফিকুল ও মা হনুফা বেগম।

সোমবার শেষ বিকেলে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হলদিবাড়িয়া গ্রামের বাল্যবিয়েটি এভাবে বন্ধ হলো। বাল্যবিয়ের গ্যাড়াকল থেকে মুক্ত হলো অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা। কলাপাড়ার ইউএনও মো. তানভীর রহমান হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ শিক্ষার্থীকে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা করলেন। সানজিদা জানায়, বাবা-মায় তার অমতেই এ বিয়ের উদ্যোগ নেয়। বর পালিয়ে যাওয়ায় পুর্নাঙ্গ ঠিকানা সংগ্রহ করা যায়নি। তবে তাঁদের বাড়ি মহিপুরে বলে মহিলা অধিদফতর সুত্রে জানা গেছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচিত হচ্ছে। ইউএনও জানান, বাল্যবিয়ের বিষয় কোন ছাড় নয়। হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল জানান, বিদ্যালয়ের ছাত্রীদের এই এলাকায় বাল্যবিয়ে বেশি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৫ ● ১৬৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ