ফুলবাড়ীতে দীর্ঘ ১১বছর পর ব্যবসায়ী সমিতির নির্বাচনী উদ্যোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে দীর্ঘ ১১বছর পর ব্যবসায়ী সমিতির নির্বাচনী উদ্যোগ
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪


ফুলবাড়ী দীর্ঘ ১১বছর পর ব্যবসায়ী সমিতির নির্বাচনী উদ্যোগ

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দীর্ঘ ১১বছর পর দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি পুনর্গঠন কমিটির আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত ও আগামী ৩ মার্চ নির্বাচনের দিন ধার্যকরে ৩ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে।

গত (৩ ফেব্রুয়ারি) শনিাবর সকাল ১১টায় ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থানা ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল সরকারের সভাপতিত্বে থানা ব্যবসায়ী সমিতি‘র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী সমিতির সদস্য হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, সাবেক জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিজুর রহমান বাবুল, পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, বিশিষ্ট্য ব্যবসায়ী রুহুল আমিন, রাজু কুমার গুপ্তা, ফুলবাড়ী মটর পরিবহন শ্রমীক ইউনিয়নের সভাপতি মহাসিন আলী সরকার, স্বর্ণশিল্পী সমিতির সভাপতি শাহাদৎ হোসেন শাহাজুল, দিনাজপুর জেলা শ্রম অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুমায়ুন কবির, আব্দুল ওয়াহেদ মন্ডল, ব্যবসায়ী মানিক মন্ডলসহ ব্যবসায়ী সমিতির প্রায় ১ হাজার জন্য সদস্য।

উপস্থিত ছিলেন-অভ্যর্থনা উপ কমিটির খুরশিদ আলম নাদিম, বদরুজ্জামান বাদল, সাজসজ্জা ও প্রচার উপ কমিটির শেখ সাবীর আলী, ফারুক আহমেদ, আরমান হোসেন, খাদ্য উপ কমিটির আজমত আলী, মমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম। অর্থ উপ কমিটির আব্দুল কাইয়ুম, আবু হানিফ সরকার, দবিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী, সহকারী অধ্যাপক জারজিস আহমেদ, সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিমসহ তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করে আগামী ২ মার্চ এর মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে বলা হয়েছে। সন্ধ্যায় আকর্ষণীয় লটারির ড্র এবং মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য প্রায় ১১ বছর ব্যবসায়ী সমিতির কার্যক্রম বন্ধ থাকলে উপজেলার তরুন ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে মাত্র দুই মাসের মধ্যে ১ হাজার নতুন সদস্য সংগঠনে অর্ন্তভুক্ত করে প্রতিষ্ঠানটিকে চলমান করে নির্বাচন মুখি করে।

 

 


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৩৬ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ