গৌরনদীতে যোগেন্দ্রনাথ মন্ডলের ১২০তম জন্মজয়ন্তী

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে যোগেন্দ্রনাথ মন্ডলের ১২০তম জন্মজয়ন্তী
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪


গৌরনদীতে যোগেন্দ্রনাথ মন্ডলের ১২০তম জন্মজয়ন্তী

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

অভিভক্ত বাংলার আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশালের গৌরনদীতে মহাপ্রাণের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জীবনী নিয়ে আলোচনা সভা ও কবি গান অনুষ্ঠিত হয়েছে। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের উদ্যোগে তার (যোগেন্দ্রনাথ) জন্মভিটা উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি গ্রামে সোমবার সকালে
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের সভাপতি মন্টু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী। বক্তব্য রাখেন, আগৈলঝাড়া ভোগাই হালদার একাডেমীক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  ইউপি সদস্য বজলুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ মনু মোল্লা, স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মনোতোষ সরকার, সমাজ সেবক নিত্যানন্দ মন্ডল প্রমুখ। রাতে কবি গানের আসর আসব অনুষ্ঠিত হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৭ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ