২৯ ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে ঢাবি কর্তৃপক্ষ বের হতে পারেনি: রিজভী

প্রথম পাতা » রাজনীতি » ২৯ ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে ঢাবি কর্তৃপক্ষ বের হতে পারেনি: রিজভী
সোমবার ● ১১ মার্চ ২০১৯


---


ঢাকা সাগরকন্যা অফিস॥

ডাকসু নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো মধ্যরাতের নির্বাচনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৯ ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বের হতে পারেনি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট প্রমাণ করে, মধ্যরাতে ভোট হয়েছে। বিরোধী ছাত্রসংগঠনের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে, সে জন্য পুলিশ অবিশ্বাস্য রকমের তৎপরতা চালাচ্ছে। রিজভী আরো বলেন, গত কয়েক দিনে সাধারণ ছাত্রদের হুমকি দিয়ে হলগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ডাকসু নির্বাচন সরকারেরই নীতি ও নীলনকশা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে কি না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাবতীয় আয়োজন ছাত্রলীগকে অবৈধ পন্থায় বিজয়ী করার অনুকূলে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৪৯ ● ৩৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ