গলাচিপায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে জখম!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে জখম!
শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪


গলাচিপায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে জখম!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহত মো. মোস্তাফিজুর রহমান মস্তফা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মোস্তাফিজুর রহমান মস্তফা হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৩নম্বর বড়গাবুয়া গ্রামের মৃত হাজী আহমেদ আলী হাওলাদারের ছেলে। আহত মস্তফাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মেজবাহ উদ্দিন জানান, আহত মোস্তাফিজুর রহমান মস্তফা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৫নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে। তার বুকে ও পেটে চোট লেগেছে। আহত মোস্তাফিজুর রহমান মস্তফা জানান, গত বুধবার (২৪ জানুয়ারি) রাতে জোলেখা বাজার নামক স্থানে কথাকাটাকাটির একপর্যায়ে চড়াও হয়ে মোশারেফ মাতব্বর, হাফিজুর, জাফর, আল আমিনসহ আরো অনেকে একত্রিত হয়ে আমাকে মারধর করে। আমার ডাকচিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরু চৌকিদার, সাহিন, সবুজ, সাম্মি আক্তার এরা বলেন, মোস্তাফিজুর রহমান মস্তফা ওয়ার্ড যুবলীগ নেতা ও জোলেখা বাজার সমিতির সভাপতি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কওে তাকে প্রতিপক্ষরা এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আমরা এ বিষয়টির তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার বলেন, বিষয়টি আমি শুনে চেয়ারম্যানকে জানিয়েছি। গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে প্রতিপক্ষ মোশারেফ মাতব্বর, হাফিজুরের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরাও আহত হয়েছি। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। চেয়ারম্যান সাহেব বিষয়টি মীমাংসা করে দিলে ভাল হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৩ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ