দুমকিতে সড়ক দূর্ঘটনায় পথচারী নারী নিহত

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে সড়ক দূর্ঘটনায় পথচারী নারী নিহত
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪


দুমকিতে সড়ক দূর্ঘটনায় পথচারী নারী নিহত

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে সড়ক দূর্ঘটনায় তাসলিমা বেগম (৪২) নামের এক পথচারী নিহত হয়েছে। গতবুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের হাসপাতাল সড়কে দ্রুত বেগের টমটম পেছন থেকে অটোরিস্কাকে ধাক্কা দিলে ওই পথচারী নারী চাপা পড়ার দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দুপুর দু’টার দিকে উপজেলা শহর থেকে বাড়ী যাওয়ার পথে সাফা বিল্ডিং’র  সামনে টমটমের ধাক্কায় অটোরিস্কায় চাপা পড়ে তাসলিমা বেগম নামের পথচারির আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তর করে। ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা রাত ৩টার দিকে তার মৃত্যু ঘোষনা করেন। নিহত তাসলিম বেগমের গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা ৭ নং ওয়ার্ডে। তার স্বামীর নাম সৈয়দ মোহাসিন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লোকমুখে দুর্ঘটনার খবর পেয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

 


এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:৫৫ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ