আমতলীতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টারে বোরো’র বীজ রোপণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টারে বোরো’র বীজ রোপণ
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪


আমতলীতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টারে বোরো’র বীজ রোপণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে সমলয় বোরো ধানের বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের কৃষক আব্দুল মান্নানের জমিতে এ বীজ রোপনের উদ্বোধন করেছেন। এ নতুন প্রযুক্তির মাধ্যমে বীজ রোপনের দৃশ্য দেখতে শতশত কৃষক দক্ষিণ আমতলী গ্রামে ভীড় জমায়।
জানাগেছে, কৃষকদের নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচে কৃষি ব্যবস্থাকে কৃষককের দোর গোরায় আনার জন্য প্রকল্প হাতে নেয় সরকার। এ লক্ষে গতবছর ২৯ডিসেম্বর ৫০একর জমিতে বোরো ধানের বীজ রোপনের জন্য ৪৫০০টি ট্রেতে বোরো ধানের চারা রোপন করে উপজেলা কৃষি বিভাগ। ২৫ দিনে ওই চারা বীজে পরিনত হয়। মঙ্গলবার দক্ষিণ আমতলী গ্রামের কৃষক আব্দুল মন্নানের জমিতে রাইসট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ওই বোরো ধানের বীজ রোপনের উদ্বোধন করা হয়।
বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম এ বীজ রোপনের উদ্বোধন করেছেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ ঈশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মোঃ জোবাইদুল আলম, অতিরিক্ত পরিচালক এসএম বদরুল আলম, ইকবাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও অতিরিক্ত উপ-পরিচালক সিএম রেজাউল করিম প্রমুখ।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৫:১৩ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ