আমতলীতে সীমানা বিরোধের সংঘর্ষে আহত-৫

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সীমানা বিরোধের সংঘর্ষে আহত-৫
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪


আমতলীতে সীমানা বিরোধের সংঘর্ষে আহত-৫

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে আমতলী উপজেলার চন্দ্রা গ্রামে।
জানাগেছে, উপজেলার চন্দ্রা গ্রামের জাকির মৃধা ও তার চাচাতো ভাই কবির মৃধার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত কবিরমৃধা (৪৫), নাসিমা বেগম (৪০), সেতারা বেগম (৫৫) ও বিনা বেগমকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত কবির মৃধা বলেন, আমার জমির সীমানা জাকির মৃধা কেটে ফেলেছে। আমি এর বাঁধা দেয়ায় আমাকে আমার দুই বোন নাসিমা ও সেতারাকে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
জাকির মৃধা বলেন, আমার জমিতে জোরপুর্বক সীমানা দেয়ায় আমি কাটতে গেলে আমার স্ত্রী বিনাকে ও আমাকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, আহত চারজনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালেভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:০৮ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ