হিমেল হাওয়ায় স্থবির পটুয়াখালীর জনজীবন

প্রথম পাতা » পটুয়াখালী » হিমেল হাওয়ায় স্থবির পটুয়াখালীর জনজীবন
শনিবার ● ১৩ জানুয়ারী ২০২৪


হিমেল হাওয়ায় স্থবির পটুয়াখালীর জনজীবন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি ॥

তীব্র শীতের সাথে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর উপকূলীয় জনপদ। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জনপদ থেকে জনপদ। বেলা বারোটায়ও দেখা মেরেনি সূর্যের। হাড় কাপানো শীতে সবচেয়ে দুর্ভোগে রয়েছে চরাঞ্চলে বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। জেলার হাসপাতালগুলো বেড়েছে শীত জনিত শিশু রোগীর সংখ্যা। রাস্তায় চলাচল কমে গেছে মানুষের।
শনিবার সকাল নয়টায় জেলায় সর্বনি¤œ ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিলো ৯৩ শতাংশ।
কলাপাড়া পৌরশহরের কুমারপট্টি এলাকার বাসিন্দা নাইমুর রহমান বলেন, টানা পাঁচদিন চলা তীব্র শেিতর সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবন যাপন ব্যহত হয়ে পড়েছে। ঘাট শ্রমিক সোবাহান বলেন, পেটের টানে কাজ করতে হচ্ছে। ভোগান্তির নেই। কতক্ষ কাজ করি, যখন টিকতে না পারি তখন আগুন জ¦ালিয়ে শরীরে তাপ দেই।  মাদ্রাসা রোড়ের বাসিন্দা নুর জাহান বেগম বলেন, শীতে দৈনন্দিন কাজ করতে কস্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগে পড়তে হচ্ছে বাচ্চাদের নিয়ে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, শীতের প্রকোপের কারনে বেড়ে গেছে শীত জনিত রোগের প্রার্দুভাব। প্রতিদিন হাসাপাতালে এসব উপসর্গ নিয়ে বর্হি বিভাগ, জরুরী বিভাগে আসছে অসংখ্য রোগী। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। পর্যাপ্ত ঔষধ রয়েছে। আগত রোগীদের নিবিরভাবে পরিচর্য়া দেয়া হচ্ছে।

 

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৬:৪৯ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ