বামনায় অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

প্রথম পাতা » বরগুনা » বামনায় অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪


বামনায় অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এসএসসি ২৪ এর পরীক্ষার্থীদের মধ্যকার অসচ্ছল অভিভাবকদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আজ বুধবার বিদ্যালয় মিলনায়তে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে এতে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। অর্থায়ন করেন এ্যালামনাই এসোসিয়েশন এর সহসভাপতি ও দানশীল   জাকারিয়া হোসেন মহারাজ। তিনি বাইশ জন অসচ্ছল অভিভাবকে ২০০০ টাকা করে অর্থ প্রদান করে। তা তাদের সন্তানের পড়াশোনায় সহায়ক হিসেবে কাজ করবে বলে  আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার আশ্বাস দেন জাকারিয়া হোসেন মহারাজ।
সভাপতি তার বক্তব্যে এ্যালামনাসদের এ রকম মহতী কাজে সকলকে  এগিয়ে আসতে আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি  আপ্তাব হোসেন রাশেদ মোল্লা, প্রধান শিক্ষক বাবু অঞ্জন চ্যাটার্জী,  মহিউদ্দিন আহমেদ বাদল মোল্লা,  মিলন মোল্লা,  আরশাদ হোসেন রুমী মোল্লা,  নয়ন সিকদারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ বছর যৌথ উদ্যোগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। একইদিন এ্যালামনাই এসোসিয়েশন এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনও অনুষ্ঠিত হবে এবং এদিন আগামী বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে বলে প্রাথমিক আলোচনা করা হয়। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক ও এ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মারুফ হোসেন মল্লিক।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:২৬ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ