পরাজিত প্রার্থীর সমর্থকদের দোকানপাট ভাংচুরকলাপাড়ায় ঈগল সমর্থকের হামলয় ৭নৌকাসমর্থক আহত

প্রথম পাতা » পটুয়াখালী » পরাজিত প্রার্থীর সমর্থকদের দোকানপাট ভাংচুরকলাপাড়ায় ঈগল সমর্থকের হামলয় ৭নৌকাসমর্থক আহত
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪


কলাপাড়ায় ঈগল সমর্থকের হামলয় ৭নৌকাসমর্থক আহত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় পরাজিত ঈগল প্রতীকের সমর্থকদের হামলায় বিজয়ী নৌকা প্রতীকের ৭সমর্থক আহত হয়েছে। আহতরা হচ্ছেন, শিপন, ইদ্রিস প্যাদা, সোহেল, বসির, মিজানুর রহমান, আকিব ও মিজানুর হাওলাদার। এর মধ্যে বসিরকে গুরুতর আহতাবস্থায় বরিশাল প্রেরণ করা হয়েছে। বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের মো. মহিববুর রহমানের সঙ্গে দেখা করতে কলাপাড়ায় যাওয়ার পথে সোমবার সকাল সাড়ে দশটায় পূর্ব টিয়াখালীতে এ হামলার ঘটনা ঘটে বলে আহতরা জানান। এ ঘটনায় ঈগল প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লাকে দায়ী করেছেন আহতরা। তবে সুজন মোল্লা জানান তিনি জেনেছেন, আহতরা একযোগে জুয়েল প্যাদা হত্যা মামলার বাদী খোকন প্যাদার বাড়িতে হামলা চালায়। গ্রামের মানুষ প্রতিহত করেছে। তার বিরুদ্ধে বলা অভিযোগ মিথ্যা। উল্টো সুজন মোল্লার বাড়ির নিজস্ব অফিসে রাতে পেট্রোল দিয়ে আগুন দেয়ার অভিযোগ করলেন তিনি। কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
অপরদিকে ধুলাসারে ইউপি মেম্বার শাহআলমের নেতৃত্বে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হচ্ছেন, হাসান, বারেক শেখ, জালাল, খলিল, কুদ্দুস বেপারী, তোফাজ্জেল। রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার ভোরে এসব হামলা মারধরের ঘটনা ঘটে। এদের কয়েকজনের দোকানপাট ভাংচুরের অভিযোগ উঠেছে। মহিপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মুলত দুই  মেম্বারের ব্যক্তিগত বিরোধ নিয়ে ওখানে সমস্যা রয়েছে।

 

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২২:৩৮ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ