বরিশাল-১ আসনে প্রতিটি কেন্দ্রে পৌছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রথম পাতা » বরিশাল » বরিশাল-১ আসনে প্রতিটি কেন্দ্রে পৌছেছে নির্বাচনী সরঞ্জাম
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪


বরিশাল-১ আসনে প্রতিটি কেন্দ্রে পৌছেছে নির্বাচনী সরঞ্জাম

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

উৎসব মুখর  পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) আসনে  ১২৯টি ভোট কেন্দ্রে গতকাল শনিবার নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার পাঠানো হবে ৭ জানুয়ারী রোববার সকালে। গতকাল শনিবার সকালে ২ফঃ থানা থেকে পুলিশ সদস্যদের নির্বাচনী কাজে করণীয় বিষয়ে ব্রিফিং এর পর পুলিশ সদস্যদের নিরাপত্তায় প্রিসাইডিং কর্মকর্তাগণ বিভিন্ন সরঞ্জাম নিয়ে পৌছেন ভোট কেন্দ্রগুলোতে। এ আসনে বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি (নৌকা),  অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী(লাঙ্গল), মো. তুহিন (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং অফিসার গৌরনদীর ইউএনও আবু আব্দুল্লাহ্ খান ও আগৈলঝাড়ার ইউএনও ফারিহা তানজিন জানান, সুষ্ঠ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ আসনে মোট  ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন,  এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জান ও  মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৮ জন ভোটার রয়েছে। ভোটকেন্দ্র  ১২৯টি, মোট ভোট  কক্ষ ৬৭৭টি, এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৩টি ও মহিলা কক্ষ ৩৬৪টি। অস্থায়ী ভোট কেè্দ্র ৫১টি। সহকারী কমিশনার ছাড়াও অতিরিক্তি চার জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছেন। দুই প্লান্টুন সেনাবাহিনী, চার প্লান্টুন বিজিবি, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে র‌্যাব, ষ্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন। র‌্যাব সদস্যরা গত ২৮ ডিসেম্বর থেকে কাজ গুরু করে ভোটের পর ১০ জানুয়ারী পর্যন্ত মাঠে কাজ করবেন। প্রত্যেক ভোটের দিন কেন্দ্র গুলোতে নিয়োজিত থাকবে ১২ জন আসনার সদস্য ও দুইজন করে পুলিশ সদস্য। সাদা পোশাকে থাকবে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে এলাকায় আইন-শৃংখলা রক্ষায় কাজ করবেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:০৮ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ