গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিচয় মেলেনি

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিচয় মেলেনি
বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪


গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিচয় মেলেনি

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ব্রিজের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) পরিচয় গত ৫ দিনও পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ব্রিজের উত্তর পাশে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাই সাইকেল আরোহী অজ্ঞাতনামা ব্যক্তি (৪০) গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ওইদিন রাতেই সে মারা যান। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় পুলিশ বাদি হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাইওয়ে থানার এস.আই মো. কামরুজ্জামান জানান, দূর্ঘটনা কবলিত বাই সাইকেলটি জব্দ করা হয়েছে। দূর্ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও নিহত ব্যক্তির (পুরুষ) পরিচয় না পাওয়ায় লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সুরাতহাল রিপোর্টে অজ্ঞাতনামা ওই ব্যক্তি (পুরুষ) মুসলিম সম্প্রদায়ের ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৫:১২ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ