সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে ৭জানুয়ারি কেন্দ্রে গিয়ে সবাই ভোট দেবেন-শেখ সেলিম

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে ৭জানুয়ারি কেন্দ্রে গিয়ে সবাই ভোট দেবেন-শেখ সেলিম
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪


সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে ৭জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দেবেন-শেখ সেলিম

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি) বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাকিস্তানের এজেন্ট মোশতাক-জিয়া অসাম্প্রদায়িক রাজনীতিকে  হত্যা করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে হত্যা করে। কতটা নিষ্ঠুর মোশতাক-জিয়া ওরা বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছিল। ওরা এতবড় অপরাধ করেছিল যাতে কোন দিন বঙ্গবন্ধুর হত্যার বিচার হতে না পারে।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সাতাপাড় দীননাথ গোয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম আরও বলেন, ৭১ ও ৭৫’ র খূনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, তার  পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। ওই সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায়  তারা  ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। ইতিহাসের এ জঘন্যতম হত্যাকান্ডের মধ্যদিয়ে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শ, সংবিধান, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতা ধ্বংস করেছিল। পাকিস্তানি এজেন্টরা আবারো বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। পরাধীন বানাতে চায়।
সাতপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিধান চন্দ্র বালার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় শেখ সেলিম বিএনপি-জামাতের উদ্দেশে আরো বলেন, বঙ্গবন্ধুর সময় দেশে গণতন্ত্র ছিল। সেই গণতন্ত্রকে তোমরা ধ্বংস করেছ। তোমাদের গণতন্ত্র খুনিদের গণতন্ত্র। আর কোন সামরিক শাসন বাংলাদেশকে পরাধীন করতে পারবে না। বাংলাদেশে সকল মানুষ সমঅধিকার ভোগ করবে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। আমাদের শক্তি জনগন, আমাদের শক্তি গণতন্ত্র। সাম্প্রদায়িক অপশক্তিতে রুখে দিতে আগামী ৭ জানুয়ারী সকলকে ভোট কেšেদ্র উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওযামীলীগকে সরকার গঠনের সুযোগ দানের আহবান জানান তিনি।
জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীিেলগর সভাপতি মাহবুব আলী খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, আওয়ামীলীগ নেতা বিজন কুমার বিশ^াস. সুবোধ বিশ^াস, বৌলতলী ইউপি’র চেয়ারম্যান সুকান্ত বিশ^াস, দয়াল চন্দ্র বালা, সাহাপুর ইউপি’র চেয়ারম্যান বিনয় সরকার অনাদী, সাতপাড় ইউপি’র চেয়ারম্যান প্রণব বিশ^াস বাপি প্রমূখ।
এসময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সদর  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার’সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সেনতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫৪ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ