গৌরনদীতে ৪কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ৪কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩


গৌরনদীতে ৪কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে চার কেজি গাঁজাসহ ইয়াকুব আলী (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠি এলাকা থেকে ওই গাঁজাসহ তাকে আটক করা হয়। সে (ইয়াকুব) কুমিল্লা জেলার  বুড়িচং থানার  বারেলা গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে। এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের এসআই হেলালউদ্দিন সরদার বাদি হয়ে মাদক বিক্রেতা ইয়াকুব আলীকে আসামি করে মঙ্গলবার সকালে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি টহল দল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে  গৌরনদীর আশোকাঠি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় টহল ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ৪ কেজি গাঁজাসহ ইয়াকুব আলীকে আটক করে।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:০৬ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ