নাজিরপুরে নিজ গাড়ির চাপায় চালকের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে নিজ গাড়ির চাপায় চালকের মৃত্যু
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩


নাজিরপুরে নিজ গাড়ির চাপায় চালকের মৃত্যু

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে নিজ গাড়ির চাপায় মো. কালাম হাওলাদার (৪৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বড়ো ব্রীজ এলাকায়। নিহত কামাল হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটো চালক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ওই অটো চালক তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তা এক প্রান্ত থেকে একটি কুকুর দৌড়ে এসে ওই অটো রিক্সাটির নিচে পড়ে। এতে অটো রিক্সাটি উল্টে যায় এবং নিজের চালিত ওই অটো রিক্সার নিচে চাপা পড়েন চালক। ওই অটো রিক্সায় থাকা পান ব্যাবসায়ী মো. আলা উদ্দিন জানান, তিনি ব্যাবসার পান আনতে ভাড়ার চুক্তিতে কালাম হাওলাদারকে নিয়ে বাগেরহাটের মোল্লারহাট যান। পান নিয়ে ফেরার পথে নাজিরপুরের মাটিভাঙ্গা ব্রীজের ঢালে বসে অটোরিক্সাটি উল্টে যায়। এ সময় তিনি এর নিচে চাপা পড়েন ও অটোটি তার বুকের উপর উঠে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দ্বিপান্বীতা দেবনাথ জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি দূর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। নিজের অটোতেই তিনি চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ও ওই অটো থাকা ভাড়াটিয়া জানিয়েছেন।

 

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:০০ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ