গলাচিপায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩


গলাচিপায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় বিপন্ন প্রজাতির একটি বন বিড়াল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পাশর্^বর্তী এলাকা কমলাপুর এলাকার আওয়াল মুসুল্লীর ধানক্ষেত থেকে বিড়ালটি উদ্ধার করা হয়েছে।
জানা যায় রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় গ্রামবাসী জাল দিয়ে ফাঁদ পেতে বন বিড়ালটি আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর নির্দেশনায় এনিম্যাল লাভারস অফ পটুয়াখালীর স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠনের গলাচিপা শাখার টিম লিডার সোহেল হোসেন, রাসেল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিড়ালটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিকাল ৫টায় বন বিড়ালটি চরকার্ফামার চরে অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বন্য প্রাণী সংরক্ষণে উপজেলা প্রশাসন ও বন বিভাগ তৎপর রয়েছে। লোকালয়ে কোন বন্য প্রাণী পাওয়া গেয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন।

 

 

 

এসডি/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৫ ● ১৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ