চরফ্যাশনে নৌকার কেন্দ্র পরিচালনা কমিটির সভা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নৌকার কেন্দ্র পরিচালনা কমিটির সভা
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩


চরফ্যাশনে নৌকার কেন্দ্র পরিচালনা কমিটির সভা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এমপি জ্যাকবের নৌকা প্রতীকের কেন্দ্র কমিটি সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা আবদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হাসেম মহাজন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান স্বপন, সাবেক কাউন্সিলর আকবর হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সম্পাদক এনমুল আহসান আসিব, যুবলীগ নেতা রিপন। বক্তব্য রাখেন, চরমানিকা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান সোহাগ, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ।
প্রধান অতিথি আবুল হাসেম মহাজন বলেন, আগামী ৭ তারিখে উন্নয়নের স্বপক্ষে রায় দেয়ার সময়। এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এলাকায় নজরকাড়ার মত উন্নয়ন করেছে। ভবিষ্যতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে তাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলে তিনি মন্ত্রী হয়ে চরফ্যাশননের মুখ উজ্জল করবে।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৪:৩০ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ