নেছারাবাদে অগ্নিকান্ডে ৩ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে অগ্নিকান্ডে ৩ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩


নেছারাবাদে অগ্নিকান্ডে ৩ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের মিয়ারহাট বন্দর সংলগ্ন মোল্লাবাড়ি এলাকায় সংঘটিত এক অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ ভস্মিভুত হয়েছে। শুক্রবার দিবাগত রাত অনুমান সাড়ে তিনটার দিকে ওই এলাকার দেশ বেকারী থেকে অগ্নিকান্ডের সুত্রপাত।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানায়। জানা যায় দেশ বেকারীর পিছনের দিকে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় দেশ বেকারী, জননী ষ্টিল এন্ড থাই গ্লাস ও জিহাদ এন্টারপ্রাইজ মালামালসহ পুড়ে যায়।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ম্যানেজার মো.মনিরুল ইসলাম জানান, বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের কারণ বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৯ ● ৭৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ