গোপালগঞ্জ-২ আসনে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জ-২ আসনে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩


গোপালগঞ্জ-২ আসনে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২আসনের প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণার প্রস্তুতিমূলক সভা করেছে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ।
সোমবার সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু’র সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সহ-সভাপতি নুর মোহাম্মদ দুলু, রনজিৎ কুমার বাড়ৈ গামা, শেখ মো: ইউসুফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রাজু উদ্দিন খান’সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
পরে সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার ২১টি ইউনিয়নের দলীয় প্রতিনিধিদের কাছে প্রচার প্রচারণার জন্য পোস্টার’সহ বিভিন্ন উপকরন তুলে দেন।
এ সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচণে বিপুল ভোটারদের কেন্দ্রে উপস্থিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সফল করার জন্য ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান। গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা প্রতিকে ৯০ভাগ ভোট নিশ্চিত করে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার দিক নির্দেশনাও দেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।
এর আগে গোপালগঞ্জ জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে গোপালগঞ্জ ১ আসনের প্রার্থী মো: ফারুক খান, গোপালগঞ্জ ২ আসনে ড. শেখ ফজলুল করিম সেলিম ও গোপালগঞ্জ ৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলীয় প্রতিক নৌকা গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম’সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:৩১ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ