গৌরনদীর ১৩৫শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » বিবিধ » গৌরনদীর ১৩৫শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০২৩


গৌরনদীর ১৩৫শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের (মরার ভিটা) ১৩৫ শহীদের বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করেছে।
বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল,  থানার ওসি আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,  বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন প্রমূখ।
একইদিন দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:১১ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ