ঝালকাঠিতে যুবদলের মিছিলে হামলা, গ্রেফতার-২

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে যুবদলের মিছিলে হামলা, গ্রেফতার-২
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩


ঝালকাঠিতে যুবদলের মিছিলে হামলা, গ্রেফতার-২

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠিতে অবরোধের সমর্থনে জেলা যুবদলের মিছিলে হামলা চালিয়ে ২জন নেতাকে ধরে পুলিশে দিয়েছে যুবলীগ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঝালকাঠী - বরিশাল আঞ্চলিক সড়কে ভৈরবপাশা এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) এ্যাড. মিজানুর রহমান মুবিন যুবদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে।
নির্বাচনী তফসিল বাতিল  নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে ১ দফা দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। এতে জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্ব দেন।
মিছিল শেষে ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাজিব হোসেন এর নেতৃত্বে নেতা কর্মীরা হামলা চালিয়ে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ খান এবং ঝালকাঠি পৌর যুবদল নেতা মোঃ মুশফিকুর রহমান মুশফিক কে বেদম মারপিট করে আটকে রাখে। পরে যুবলীগের ওই নেতাকর্মী পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নলছিটি থানায় নিয়ে যায়।
শান্তিপূর্ন বিক্ষোভ মিছিলে যুবলীগের হামলা বেআইনী আটক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) এ্যাড. মিজানুর রহমান মুবিন যুবদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শান্তিপূর্ন কর্মসুচীতে যুবলীগের হামলা ফ্যাসিবাদী শাসনের চরম বহিঃপ্রকাশ। ঘৃনিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক যুবদল কর্মীদের নি:শর্ত মুক্তি এবং হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ খান এবং ঝালকাঠি পৌর যুবদল নেতা মোঃ মুশফিকুর রহমান মুশফিক পুলিশ হেফাজতে রয়েছে। তাদের কে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করায় প্রক্রিয়া চলছে।

 

 


কেই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৬ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ