বরগুনা-২ আসনে নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

প্রথম পাতা » বরগুনা » বরগুনা-২ আসনে নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩


 

বরগুনা-২ আসনে নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরার বামনায় আগমনকালে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
বুধবার তিনি ঢাকা থেকে সড়ক পথে বামনা আসলে কয়েক হাজার মটর  সাইকেল বহর দিয়ে তাকে বামনা শহরের গোল চত্তরে নিয়ে নিয়ে আসা হয়। এ সময়  তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আসার পথে সাধারন জনগন তাকে স্বাগত জানাতে রাস্তার দু পাশে দাড়িয়ে থাকে। সুলতানা নাদিরার স্বামী গোলাম সবুর টুলু ২০০৮ সালে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে সড়ক দূর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর  সওকত হাচানুর রহমান রিমন আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। সেচ্ছাচরিতার কারনে এবারে তিনি মনোনয়ন পাননি।
এদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মোঃ জাকির হোসেন মনোয়ন পত্র দাখিল করেছেন।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৫৫ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ