আমতলীতে আ’লীগের শান্তি সমাবেশ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে আ’লীগের শান্তি সমাবেশ
রবিবার ● ১২ নভেম্বর ২০২৩


আমতলীতে আ’লীগের শান্তি সমাবেশ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস, গুজব অপপ্রচারের বিরুদ্ধে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও মোটর শোভাযাত্রা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে রবিবার উপজেলার বিভিন্ন সড়কে মোটর শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করা হয়।
শান্তি সমাবেশে আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান সভাপতিত্ব করেন।  উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড.একেএম সামসুদ্দিন শানু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামাল আকন, জণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জব্বার ঘরামী, কাউন্সিলর মীর হাবিবুর রহমান, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন, যুবলীগ নেতা মাহবুব প্যাদা, সাইফুল ইসলাম বাদল প্যাদা ও আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস, গুজব অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ একাট্টা। তাদের নৈরাজ্য আওয়ামীলীগ কঠোর হস্তে দমন করবে। আমতলীর মাটিতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য চলতে দেয়া যাবে না। তিনি আরো বলেন, এখন থেকে আওয়ামীলীগ সৈন্যরা রাত জেগে মানুষের জান-মাল পাহারা দিবে। রাস্তায় থাকবে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।   বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকিয়ে আবারো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৫ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ