কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার দাবি

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার দাবি
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩


কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা তৃণমূল পর্যায়ের জনতার দাবি নিয়ে কলাপাড়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। লালুয়া-চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের যুব ও শিশু ফোরামের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করে শিশু ফোরাম সদস্য জিদনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সঙ্কটের চিত্র তুলে ধরে বক্তব্য রাখে শিশু ফোরাম সদস্য ফারিয়া এবং এ সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেয় যুব ফোরাম সদস্য মনিরা।  সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেড়িবাঁধ উচুকরণ, স্লুইসগেট সঠিকভাবে মেরামত করে অভ্যন্তরের খালে লোনা পানির প্রবেশ ঠেকানোর জন্য দাবি করেন। এখন আর ছয় ঋতুর চিত্র চোখে পড়ে না বলেও এর কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

 

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৫ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ